রীতিমতো বোমা ফাটিয়েছিলেন সাকিব আল হাসান । যার প্রতিক্রিয়া ছিল বাংলাদেশেও বিসিবি সভাপতির বাসভবনে বোর্ড পরিচালকদের রাতের বেলা বৈঠক । আচরন বিধি ভেঙ্গেছেন সাকিব এমন অভিযোগ করেন বোর্ড পরিচালকরা । বিবেচনা করা হবে সাকিবের আইপিএল এর জন্য দেয়া এনওসি । বোর্ড এর পক্ষ থেকে দেওয়া হয় এমন বক্তব্য ।
সেই সময় সাকিব বিসিবি মুখোমুখি অবস্থানে । অবস্থা আরো উত্তপ্ত হয় সাকিব আল হাসান দেশে ফিরলে । অনেকেই মন্তব্য করেন সাকিবের সাথে ভুল বোঝাব্বুঝি হয়েছে বোর্ড কর্মকর্তাদের । দূরত্ব খোচাতে বসবে দুই পক্ষ এমন গুঞ্জন ও শোনা যায় । তবে সাকিব ছিলেন তার মতোই । সামনে আইপিএল মিশন দেশে ফিরেই ব্যাট প্যাড পরেই নেমে যান অনুশীলনে ।
সাকিবের মন্তব্য জানতে গণমাধ্যমের ছিল তুমুল আগ্রহ । তবে সাকিব এর মুখ কোন ভাবেই খুলাতে পারেন নি গণমাধ্যম কর্মীরা । যুক্তরাষ্ট থেকে ফিরে চার দিন অবস্থান করেন দেশে । দুই দিন অনুশীলনের পর যোগ দেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে । গুঞ্জন ছিল এমাসের শেষে ভারত যাবেন সাকিব আল হাসান ।
তবে সবার ধারনা ভুল প্রমান করে আগেই চলে গেলেন সাকিব । কিন্তু এতে ভক্তদের আছে অনেক প্রশ্ন তবে সেগুল না হয় তোলাই থাক । আপাদত সাকিব জবাব দিক তার চিরচেনা ২২ গজে । এইতাই চাওয়া বাংলার সাকিব ভক্তদের । বিসিবির কড়া মন্তব্য এর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি সাড়তে তিনি আগেই ভারতে চলে গিয়েছেন বলে দাবী অনেকের ।
তবে সাকিব কেন আগে ভাগে দেহস ত্যাগ করেছেন সেইটা কারোই জানা নেই । তবে আশা করা যাচ্ছে আইপিএল মাধ্যমে সাকিব তাকে পরের বিশ্ব কাপের জন্য উপযোগী করে তুলবে ।