রমজান মাসে সারাদিন রোজা রাখার পর পিপাশা নিবারণে শরবত এর উপর আস্থা রাখেন অনেক রোজাদার । সেই শরবত এর উপকরণ ও পানীয় নিয়েও অসাধু ব্যবসায়ীদের তৎপরতা শেষ নেই । মঙ্গলবার রাজধানীর বেগম বাজারের মেসার্স দিদার এন্ড ব্রাদার্স এর গোডাউন এ মিলে ভেজাল শরবত বানানোর উপকরণ । একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩৫০০ বোতল নকল শরবত উদ্ধার করা হয় ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর পরিচালক কামরুল হাসান জানান এই নকল ভেজাল শরবত খাওয়ার ফলে পেটের পীড়া কিডনি এবং লিভার ড্যামেজ এবং কোনো কোনো সময় এইগুলো ক্যান্সারের কারণ হয়ে থাকে । একই সময়ে রাজধানীর মৌলভীবাজারে মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স অভিযান চালিয়ে জব্দ করে ১৩ হাজার বোতল কোমল পানীয় ।
স্পেন ইতালি যুক্তরাষ্ট্র জার্মানি এইসকল দেশের নামীদামী কোমল পানীয় লেবেল লেবেল লাগিয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করতেছিল তারা । র্যাবের অভিযানে এসব তথ্য উঠে আসে । মেসার্স আনোয়ার এন্ড ব্রাদার্স এর মালিক জানান আমদানিকারক প্রতিষ্ঠান ভুল করেছে তারা এসব নিয়ে কোনো কিছু জানে না । এ ধরনের অপরাধে দুই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয় পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় ।
একই দিনে পুরান ঢাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ক্রিম । এই ক্রিমগুলো মানুষের ত্বকের অনেক ক্ষতি সাধন করে অনেক সময় স্কিন ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় । তাই এসব ক্রিম কেনার আগে ভালোভাবে চেক করে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা । আর সামনে কে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ মালামাল সংরক্ষণ করে জানিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে এবং সাজা দেয়া হবে ।