প্রবাল শক্তিশালী প্রানী গডজিলা এবং বিশাল আকার দেহের গড়িলা চরিত্র দুটি আলাদা ভাবে অনেক বছর ধরে সিনেমা প্রেমীদের মন কেড়েছে । প্রিয় এই চরিত্র দুটি যদি এক সিনেমায় আবির্ভাব হয় তাহলে দর্শকের আগ্রহ কেমন থাকবে এইটা অনেকেরই দেখা ইচ্ছা । এইটা কোন জল্পনা নয় সত্যি কেননা সম্প্রিতি মুক্তি পেয়েছে গডজিলা বনাম কিং কং ।
আর এটির ট্রেইলারে দেখা গেছে পিপাসা মেটাতে জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে পানি পান করছে প্রবাল শক্তিধর একটি প্রানী । তখনই আরেক বিশাল আকার দেহের গড়িলা শক্তিধর প্রানীটিকে চারপাশ দিয়ে ঘিরে ধরলো । শক্তিধর প্রানীটি হচ্ছে গডজিলা এবার দর্শককে ভিন্ন স্বাদ দিতে ঢাকার পর্দায় জাকির হচ্ছে গডজিলা বনাম কিং কং ।
কেমন জমবে তাদের রসায়ন ২০১৫ সালের অক্টোবর মাসে জানা গিয়েছিল যে গডজিলা আর কিং কং এর প্রডাকশন হাউজ এক সাথে হাত মিলিয়েছে । ঠিক তারপর থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা । আর প্রায় ৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এবার পর্দায় এক সঙ্গে ধরা দিতে চলেছে কিং কং ও গডজিলা । এই চরিত্র দুটি সিনেমা প্রেমীদের ভিশন প্রিয় ।
তাই এক সঙ্গে এই দুই চরিত্রের আবির্ভাব ঠিক কেমন হতে পারে তা নিয়ে ক্রমশ বাড়ছে জল্পনা কল্পনা । প্রথমে যখন ২০১৫ সালে এই ছবি নির্মাণের কথা ঘোষণা করা হয়েছিল তখন ঠিক ছিল যে ২০২০ সালে ১৯ মে নাগাদ হলে মুক্তি পাবে গডজিলা বনাম কিং কং । এরপ করোনা কালীন পরিস্থিতির জন্য পরিকল্পনা বাতিল করতে হয় দুই প্রযোজনা সংস্থাকে ।
অবেশেষে ঢাকা সহ বিশ্ব জুড়ে পর্দায় আসছে গডজিলা বনাম কিং কং এর লড়াই । ২৫ শে মার্চ আন্তর্জাতিক ভাবে মুক্তি পেয়েছে ছবিটি । বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স এ দর্শকরা ছবিটি দেখতে পাচ্ছেন ২৬ শে মার্চ থেকে ।