ভক্তদের দুঃখিত বললেন গায়ক জেমস

ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস । তবে এর দুঃখ প্রকাশ এর কারন যানেন না অনেকে । হতাত করে কেনই বা দুঃখ প্রকাশ করেছেন তিনি । মুলত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২৬ শে মার্চ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন এর উদ্যোগে একটি স্বাধীনতার কনসার্ট এর আয়োজন করা হয়েছিল ।

যেখানে অংশ নেয়ার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস এর । সারাদেশের মতো গাজীপুরেও করোনার প্রকোপ বেড়েছে গাজীপুরের জনসাধারণের স্বার্থে ২৬ শে মার্চ গাজীপুর রাজবাড়ি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয় । শেষ সময় এসে কনসার্ট স্থগিত করায় ভকদের কাছে ক্ষমা চেয়েছেন নগর বাউল জেমস ।

এই বিষয়ে জেমস এর মুখ্যপাত্র রবিন জানান জেমস ভাই গাজীপুরের শ্রোতা দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন । সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে যেকোন সুবিধাজনক সময়ে এই অনুষ্ঠানটি আয়োজনের কথা জানান । বর্তমানে নগর বাউলের লাইনআপে ভোকাল ও গিটারিস্ট হিসেবে জেমস এবং ব্যান্ড এর মুখ্য পাত্র হিসেবে রবিন ছাড়াও ড্রামে আছেন আফসান এলাহী গিটারিস্ট সুলতান রায়হান খান বেস্ট গিটারে তালুকদার সাব্বির এবং কি বোর্ড এ কাকন চক্রবর্তী ।

তারা খুব আশা নিয়ে ছিলেন যে গাজীপুরের মানুষকে স্বাধীনতা দিবসে কিছু ভালো গান উপহার দিবেন । কিন্তু তা পারায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাফ চেয়েছেন গাজীপুরের ভক্তদের কাছে । ভক্তরা তার জন্য রাজবাড়ি মাঠে বিশাল ফেস্টুন ও বানিয়েছেন বলে জানা গিয়েছে । সেটি দেখার ও আক্ষেপ করেছেন এই তারকা । তবে করোনার পর খুব তাড়াতাড়ি গাজীপুরে আসবেন বলে জানিয়েছেন তিনি ।

Verification Code : ( N8H9M )

About digitalbangla24

Check Also

The 10 Richest Man in the World

10 Richest Man in the World

The 10 Richest Man in the World Billionaires play an outsized role in shaping the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.