ভারতের সেভেন সিস্টার্সে আগ্রহ বাংলাদেশের

ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ । এই জন্য প্রয়োজনীয় সব রাজ্যের সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । রোববার সচিবালয়ে ঢাকা সফররত মিজোরামের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান । বৈঠকে সাজেক সীমান্তে শীঘ্রই একটি বর্ডার হাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ । ভারতের উত্তর প্রান্তে সাতটি রাজ্য পরিচিত সেভেন সিস্টার্স নামে ।

যাদের সঙ্গে প্রায় এক হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের । জীবনযাত্রা মিল থাকায় সেখানকার ত্রিপুরা আসাম কিংবা মনিপুরের সঙ্গে ব্যবসার ও সুযোগ অনেক । কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের সঙ্গে তার প্রায় দুই-তৃতীয়াংশ হয় পশ্চিমবঙ্গে । যদিও বাংলাদেশের আগ্রহ বেশি উত্তরপূর্বে । ঢাকা সফররত মিজোরামের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তেমনি ইঙ্গিত মিলল । বৈঠকে জানানো হয় মিজোরামের সঙ্গে বাংলাদেশের 319 কিলোমিটারের সীমান্ত রয়েছে ।

এর চারটি স্থানে চারটি পৃথক বর্ডার হাট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে মিজোরামের পক্ষ থেকে । এরমধ্যে সাজেক সীমান্তে একটি হাট অচিরেই চালু করা সম্ভব বলে মনে করেন পক্ষ । সেই সঙ্গে সামনের দিনে সীমান্ত এলাকার অবকাঠামো উন্নয়নের কথা জানিয়েছে বাংলাদেশ । ভারতের প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের সীমান্ত এলাকায় নতুন তিনটি বর্ডার উদ্বোধনের কথা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে ।

এই বর্ডার গুলি উদ্বোধন হলে খুব সহজেই বাংলাদেশ ও ভারতের উত্তরবঙ্গের ব্যবসা বাড়বে এর ফলে দুই দেশ উপকৃত হবে । এই বর্ডার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন ও রাজস্ব বাড়বে । মুক্ত বাণিজ্য চুক্তি করতে বাংলাদেশ ও উত্তর বঙ্গের বাণিজ্যমন্ত্রী অনেক আগ্রহ প্রকাশ করেছে ।

Verification Code : ( 77999P )

About digitalbangla24

Check Also

10 most valuable companies in the world in 2024

Top 10 Richest company

10 most valuable companies in the world in 2024 The largest companies in the world …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.