রোহিঙ্গারা জড়াচ্ছে নানা অপরাধমূলক কর্মকান্ডে

ভয়াবহ অগ্নিকান্ডের কারনে প্রান বাচাতে ঝুপড়ি ঘড় ছাড়ে কক্সবাজারের উখিয়ার বালুখালি আশ্রয় শিবিরের হাজার হাজার রোহিঙ্গা । এর পর অনেক রোহিঙ্গা চলে যায় কুতুপালং ক্যাম্পে অবস্থান করা স্বজনদের কাছে । আবার অনেক রোহিঙ্গা চলে যায় লোকালয়ে । তবে আগুন নিভে যাওয়ার পর ক্যাম্পে ফিরেছে অনেক রোহিঙ্গা । স্থানীয়দের দাবী আশ্রয় শিবিরে সংঘর্ষ সংগ্রাম বা আগুন লাগার মতো ঘটনা হলে ক্যাম্প ছেড়ে লোকালয়ে পালিয়ে যায় রোহিঙ্গারা ।

রোহিঙ্গারা যেন কোন ভাবে লোকালয়ে মিশে যেতে না পারে সেজন্য সজাগ থাকার কথা জানালেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি । আর একটি সামাজিক সংগঠনের পরিচালক জানান ক্যাম্পের বাহিরে যেন রোহিঙ্গারা কোন প্রকার বাজে কাজে না জড়াতে পারে সেজন্য তাদের সজাগ দৃষ্টি রয়েছে । গত দুই বছরে দেশের নানান স্থান থেকে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা কে উদ্ধার করে ক্যাম্পে আনা হয়েছে ।

তারা কিভাবে পলায়ন করে এই ক্যাম্প থেকে তা এখনো জানা নেই পুলিশের কাছে । পলায়ন করা রোহিঙ্গাদের জেরা করলে তারা কিছু জানে না বলে । পুলিশ সন্দেহ করছে তাদের ডিপার্টমেন্ট এরই কেউ এর সাথে জড়িত হতে পারে । তবে জানানো হয়েছে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে । রোহিঙ্গারা বাংলাদেশের আসার পর থেকেই নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে প্রশাসন ও তাই তাদের দিকে একটু বাড়তি নজর দারি করছে ।

কিন্তু সম্প্রিতি ঘটে যাওয়া এই অগ্নিকান্ডের পর অনেক রোহিঙ্গাকেই খুজে পাওয়া যাচ্ছে না ক্যাম্পে । তাই এটি নিয়ে তারা চিন্তা করছেন এবং তাদের খুজে বের করার চেষ্টা করছেন । আশা করা যাচ্ছে খুব শিগ্রই তাদের খুজে বের করে ক্যাম্পে ফেরত আনা হবে ।

Verification Code : ( 77*99P )

About digitalbangla24

Check Also

স্বাধীনতার ৫০ বছরে রেমিটেন্সের প্রবৃদ্ধি বেড়েছে

স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতি বড় শক্তিতে পরিনত হয়েছে বইদেশিক কর্মসংস্থান । এই সময়ে জনশক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.