শোবিজে নারীর পদচারনা মানেই যেন কটুক্তি । সেই সব প্রশ্নের করা জবাব দিয়েছেন বাংলাদেশের প্রথম নারী ডিজে সোনিকা । সম্প্রীতি সোনিকা এসেছিলেন বেসরকারি একটি সিনেমার প্রোগ্রামে । এই অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়েও করেছেন খোলা মেলা আলোচনা । শোবিজে নারীর কাজ কিংবা অবদানকে একটা শ্রেনী খাট করে দেখার মানুষিকতা দেখান । এদের কেউ কেউ মনে করেন নারীর অগ্রগতি শুধুই শরীর প্রদর্শনের কারনে ।
এমন কথা গুলোর মূল্যায়নে সোনিকা জানান নারীদেরকে এমনিতেই তাদের শারীরিক কাঠামোর জন্যই অন্য ভাবে দেখা হয় । আর রিনি সেই বেশে কাজ করছেন সেটা অনেকেই মেনে নিতে পারেন না । নানা কারনে একটা শ্রেনী প্রথমেই পয়েন্ট আউট করে একটা মেয়ে মানুষ শরীর দেখিয়ে পয়সা কামাই করে । বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ডিজে সোনিকা ।
সেই উদাহরন টেনে বলেন মিউজিক এর উপর যদি তার কোন ধারনা না থাকে তাহলে এতো এতো শো তে কেউ ডাকতো না । ব্যাক্তিগত জীবনে সোনিকা তার মেয়েকে নিয়ে একাই থাকেন । তবে নতুন করে আর সংসার করার ইচ্ছা আছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি জানান শিল্পীদের সংসারে মন বসে না । আর সব ছেলেরাই এই প্যাটার্ন এর সম্পর্ক হলেই তিন মাস খুব ভালোবাসা তিন মাস পর থেকেই ঐ মেয়েকে আর ভালো লাগে না ।
তার পরেই বউ আর বউ মানেই ঘরে বসে থাকো । ২০০৭ সালে নারী ডিজে হিসেবে বাংলাদেশের প্রথম কাজ শুরু করেন সোনিকা । বর্তমানে তিনি বেশ জনপ্রিয় একজন ডিজে । এখন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন তিনি । ডিজে এর পাশাপাশি গান ও অভিনয়েও মাঝে মাঝে দেখা যায় তাকে । এদিকে সপ্তাহে অন্তত তিনটার মতো শো করেন তিনি । এখন প্রতি শো এর জন্য লাখ টাকাও পারিশ্রমিক নিয়ে থাকেন ।