অনন্ত জলিল মানেই ভিন্ন কিছু এটা চেন এখন সবারই জানা । হোক কিংবা তার নতুন মুভি কিংবা নতুন লুক । বর্তমানে দুইটি আন্তর্জাতিক মানের সিনেমা নিয়ে ব্যাস্ত সময় পার করছেন ঢালিউডের অন্যতম নায়ক অনন্ত জলিল । দিন দ্য ডে এবং নেত্রী দ্য লিডার সিনেমা দুটিতে অনন্ত ছাড়াও আরও অভিনয় করেছেন তার স্ত্রী ও নায়িকা বর্ষা । তবে দিন দ্য ডে সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকে যেন ট্রলের জোয়ারে ভাসছেন এই দুই তারকা ।
সম্প্রতি নেত্রী দ্য লিডার সিনেমার জন্য অনন্ত জলিল তার রূপ পরিবর্তন করেছেন । এখানে তার বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তার স্ত্রী অভিনেত্রী বর্ষা কে । আর তার বডিগার্ড হিসেবে পর্দায় হাজির হবেন এজে মানে অনন্ত জলিল । এদিকে দেহরক্ষীর রূপে নিজের ছবি প্রকাশ করেন অনন্ত জলিল । আর সেইখানে যেন বয়ে যাচ্ছে জলের বন্যা যদিও প্রথমে তাকে দেখা গিয়েছিল গোফ সহ তবে সেই লুক খুবই সমালোচনার শিকার হয় ।
এবার তাই গোফ ফেলে দিয়েই হাজির হলেন তিনি । কিন্তু সেখানেও যেন সমালোচনার ঝড় থামছেই না কেউ কেউ অনন্ত জলিলের ছবি নিয়ে নানান রকমের লোক দিয়ে তার কমেন্ট সেকশন ভরিয়ে ফেলেছেন । কেউ কেউ মেয়ে আবার কেউ কেউ সালমান খানের চেহারা ফুটিয়ে তুলেছেন এই ছবিগুলোতে । এর আগে অনন্ত জলিলের দিন দ্য ডে সিনেমার ট্রেইলার এরমধ্যে নিম্নমানের গ্রাফিক্স এর কাজের জন্য নানা রকম প্রশ্ন উঠেছে জনমনে ।
তাদের প্রশ্ন কোটি কোটি টাকার সিনেমাতে এত নিম্নমানের গ্রাফিক্স কিভাবে ব্যবহার করা হয় । তবে এই সকল বিষয় নিয়ে কোনভাবে মুখ খুলেননি অনন্ত জলিল । বরং কোন কিছুর তোয়াক্কা না করে তিনি জনতার কাজেই ব্যস্ত আছেন । এদিকে নিশ্চিত হওয়া গেছে বর্তমানে নেত্রী তালিকা সিনেমার শুটিং চলছে ভারতের হায়দ্রাবাদে । সেখানে অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষার সঙ্গে আরও কিছু বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন । এই সিনেমার এই সিনেমায় আরো দেখা যাবে ভারতীয় খলনায়ক কোভিদ দুলহান সিন এই সিনেমাটি পরিচালনা করেছেন উপেন্দ্র মাধব ।