বিশ্ব জুড়ে বিনোদন জগতে বইছে বহু আকাঙ্ক্ষিত অস্কার জোয়াড়ের জল্পনা কল্পনা । প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অস্কার পুরষ্কারের আসর বসে । তবে করোনার জেরে এবছর দুই মাস পেছাতে হয়েছে মুল অনুষ্ঠানটি । তবে কভিডের বিপরিতে পুরো বিশ্ব এর বিনদন প্রেমীরা মুখিয়ে ছিলেন অস্কার মনোনয়ন এর জন্য ।
১৫ই মার্চ গ্লোবাল লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোসান দুই ভাগে লাইভ উপস্থাপনায় অস্কার মনোনয়ন এর তালিকা ঘোষণা করেন । অস্কারের বর্ণাঢ্য অনুষ্ঠানটি এই বছর ২৫ শে এপ্রিল প্রথম বারের মতো অনুষ্ঠিত হবে ডাউন টাউন লস এঞ্জেলেস এবং হলিউডের থিয়েটারে । ৯০ মিনিট ধরে চলবে এই অস্কারের অনুষ্ঠান ।
গত সপ্তাহে অস্কারের আয়োজকরা মনোনয়ন প্রাপ্তদেরকে এক চিঠির মাধ্যমে জানিয়েছেন এ বছর অস্কারে জুমে অংশ নেওয়ার কোন সুযোগ থাকবে না । অস্কারের এই অনুষ্ঠানে সবাইকে অংশ নিতে হবে সশরিরে । মহামারির মধ্যেও আয়োজকদের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে বিশ্ব জুড়ে । মনোনয়ন প্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৯ জন যুক্তরাষ্ট্রের বাহিরে থাকেন ।
তাদের মধ্যে একজন পরিচালক ও একজন অভিনেতা থাকেন ব্রিটেনে । আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভ্রমন নিষেধাজ্ঞা জারি করার আশংকা আছে । এই নিষেধাজ্ঞা থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত । এছাড়াও বিশ্ব এর অন্যান্য দেশেও ভ্রমনে নান বিধি নিষেধ আছে । সেক্ষেত্রে অনেকের পক্ষেই সশরীরে এসে অস্কারে অংশ নেয়া সম্ভব হবে না ।
যারা সশরীরে উপস্থিত থাকবেন তাদেরকেও পোহাতে হবে নানা ঝামেলা । খরচ হবে বাড়তি বিপাকে পড়বেন আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের মনোনয়ন প্রাপ্তরাও । ক্যালিফোর্নিয়ায় দর্শনার্থীদের নিজ খরচে দশ দিন কোয়ারাইন্টাইনে থাকতে হয় । যুক্তরাষ্ট্রের বাহিরে থেকে আসা ব্যাক্তিদের ও কোয়ারেন্টাইন এর বিধি নিষেধ মানতে হবে ।
এদিকে অস্কারের মতো এতো বড় আয়োজনে জুমে অংশ নেওয়ার ও সুযোগ নেই । উক্ত বিষয়টি নিওয়ে সমালোচনা হচ্ছে বিশ্ব জুরে । অনেক গণমাধ্যমই এইও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে । যদিও একাডেমিক কর্তৃপক্ষ এর তরফ থেকে এখন ও কোন উত্তর পাওয়া যায় নি ।