জনগণকে বাদ দিয়েই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন করছে সরকার । রাজধানী জুরে চলছে অঘোষিত কারফিউ । এ অভিযোগ করেছেন বি এন পি মহাসচিব মির্জা ফখ্রুল ইসলাম আলমগীর । বলেছেন স্বাধীনতার ৫০ বছরেও সাধারন মানুষের মুক্তির আকাঙ্ক্ষা পুরন হয় নি যা অত্যন্ত দুঃখজনক । বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই অভিযোগ করেন তিনি ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির পাচ নেতা । বিএনপি মহাসচিব মির্জা ফখ্রুল ইসলাম আলমগীর এর সঙ্গে ছিলেন স্থায়ী কমটির সদস্য খন্দকার মোশারফ হোসেন । সমাধিতে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখ্রুল ইসলাম আলমগীর । তিনি জানিয়েছেন তিনি মনে করেন সারা শহর একটি অঘোষিত কারফিউ এর মধ্যে রয়েছে ।
এবং সাথে জনগনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণকে বাদ দিয়েই এই দিনটি সরকার উৎযাপন করছে । তার অভিযোগ উৎসব পালন করতে গিয়ে করোনা নিয়ে উদাসীন হয়ে গেছে সরকার । তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশী মেহমানদের নিয়েই ব্যাস্ত আছে দেশের মানুষের কি হবে না হবে সেই বিষয়ে তাদের আগ্রহ তিনি দেখেন না ।
তিনি বলেন এই সরকার মানুষের সংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে এবং সাথে সাধারন মানুষের গণতান্ত্রিক অধিকার গুলো ও কেড়ে নিয়েছে । এজন্যই তিনি এদেশের মানুষকে আর স্বাধীন বলতে পারেন না । তিনি মনে করছেন মুক্তিযুদ্ধের ৫০ বছর পরে এসেও তিনি এখনো পরাধীন দেশেই বাস করছেন । তিনি বলেন সরকারের উচিত ছিল করোনার ঝুকি মাথায় রেখে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন করা ।