কর যোগ্য অথচ করের আওতার বাহিরে রয়েছেন এমন ব্যাক্তিদের চিহ্নিত করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর । এজন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে এই সংস্থাটি । বৃহস্পতিবার অর্থনীতি বিষয়ক সংবাদিকদের সাথে প্রাক বাজেট আলোচনায় একথা জানান এনবিআর চেয়্যারম্যান । বৃহস্পতিবার বিকেলে করের বোঝা কমাতে আলাদা একটি আলোচনায় প্রস্তাব দিয়েছে টেলিকম অপারেটর ও ব্যাভারেজ প্রস্তুত কারী প্রতিষ্ঠান গুলো ।
সরকারি বেসরকারি মিলিয়ে ৪ টি মোবাইল সেবা দান কারী কোম্পানি রয়েছে দেশে । জিডিপিতে যাদের অবদান ৭ ভাগ । এদের যারা পুজিবাজারের তালিকা ভুক্ত তারা ৪০ ভাগ হারে করপোরেট হারে কর দেয় সরকারকে । তালিকা ভুক্ত নয় এমন কোম্পানি গুল দেয় ৪৫ ভাগ হারে কর । এই কর ভারতে যা ২২ ভাগ আর শ্রীলঙ্কায় এই হার ২৮ ভাগ ।
শুধু কর্পোরেট করই নয় মোবাইল সেবা পেতে ৩৩ ভাগ বেশি কর পরিশোধ করতে হয় গ্রাহককেও । এটিও পার্শ্ববর্তী দেশ গুলর তুলনায় অনেক বেশি । আগামী বাজেটে রাজস্ব বোর্ড কে এসব ক্র কমানর প্রস্তাব জানিয়েছেন মোবাইল অপারেটর । কারবনেটেড ড্রিংকস জুস বোতল জাত দুধ লাচ্চছি থেকে শুরু করে পানি দেশে এমন সব ব্যাভারেজ পণ্য এর বাজার বর্তমানে সাড়ে তিন হাজার কোটি টাকার ।
বিশাল এই বাজারকে মাথায় রেখে এরই মধ্যে ৪ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশি বিদেশী প্রতিষ্ঠান গুলো । কিন্তু করোনার কারনে এগুলর চাহিদা তলানিতে নেমে এসেছে ব্যাভারেজ পণ্য এর । যা সমস্যায় ফেলেছে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুলোকে । এমন অবস্থায় আগামী বাজেটে কর ছার চান এ খাতের উদ্যোক্তারা ।
প্রাক বাজেট বিষয়ে অপর এক ভারচুয়াল আলোচনায় ব্যাক্তি পর্যায়ে কর মুক্ত কর সীমা বৃদ্ধির আহবান জানিয়েছেন অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমি রিপোটারস ফোরাম । যেখানে করের আওতা বাড়াতে রাজস্ব বোর্ড আরো উদ্যোগী হবে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান ।