কাতারে গত ছয় মাস করোনা নিয়ন্ত্রন থাকার পর এক সপ্তাহ যাবত ব্যাপক সংক্রমন দেখা দিয়েছে । শুক্রবার একদিনেই আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে । পাশাপাশি প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও । এমন অবস্থায় কঠোর বিধি নিষেধ আরোপ করেছে দেশটির সরকার । রেস্তোরা সেলুন জিম শপিং মল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এর উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে ।
সেই সঙ্গে ছুটিতে থাকা স্থানীয় নাগরিক এবং অভিবাসীদের জন্য বাড়ানো হচ্ছে কোয়ারাইন্টাইন এর সময়সীমা । এ অবস্থায় স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রবাসী বাংলাদেশীদের । স্থানীয় এবং অভিবাসী মিলিয়ে ২৬ লাখের বেশি জনসংখ্যার দেশ কাতারে এরই মধ্যে ৭ লাখের ও বেশি মানুষ কে বিনা মূল্যতে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ।
দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪ হাজারের বেশি । এখন পর্যন্ত ৪০ বাংলাদেশী সহ করোনায় মারা গেছেন ২৮২ জন । এজন্য দেশটিতে অঘোষিত কারফিউ চলছে । করোনা ভাইরাস মোকাবেলায় বরাবরই সফল ভুমিকা রেখেছে কাতার সরকার । গত ৬ মাসের সফলতার পর হতাত করেই হু হু করে বাড়তে শুরু করেছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ।
এর ফলে হাসপাতালে দেখা দিয়েছে খালি বেডের সংখ্যা । কাতারের প্রতিটা হাসপাতালে এখন রোগীর সংখ্যা এতোটাই বেশি যে নতুন রোগীরা এসে খালি বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান করছেন । এই অবস্থা স্বাভাবিক করতে কাতার সরকার সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দিয়েছেন । হতাত করে আবার করোনা সংক্রমনের এই ধাপ কে করোনার তৃতীয় ঢেউ বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব জানিয়েছেন করোনা নিয়ে উদাসীনতা নয় দরকার স্বাস্থ্য ঝুকি মেনে চলা ।