পুরো বলিউড মুখিয়ে ছিল ফ্লিম ফেয়ারের জন্য । সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৭ শে মার্চ অনুষ্ঠিত হলো বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ফ্লিম ফেয়ারের ৬৬ তম আসর । করোনার মধ্যেও এদিন বলিউডের অনেক নামী তারকাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকাঙ্ক্ষিত সেই ব্লাক লেডি ।
বলিউডের অন্যতম উচ্চ পুরস্কারের এই আসরে বড় জয় থাপ্পাড এর । সেরা ছবি সেরা অভিনেত্রি সেরা কাহিনী এবং সেরা এন্টারটেইনমেন্ট এর পুরস্কার ছিনিয়ে নেয় এই থাপ্পাড সিনেমাটি । এদিকে থাপ্পাড সিনেমায় সাধারন স্ত্রী এর ভুমিকায় এক অসাধারন অভিনয় তাকে পৌঁছে দিয়েছে সেরা অভিনেত্রী এর পুরস্কার ।
এদিকে আংরেজি মিডিয়াম ছবিতে একা বাবার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান । শুধু সেরা অভিনেতা নয় লাইভ টাইম এচিভমেন্ট এও তাকে মনোনীত করা হয়েছে । গত বছর ২৯ শে এপ্রিল ক্যান্সারের সাথে লড়াইয়ে গেরে মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ইরফান । ইরফান পুত্র বাবিল খান এই পুরস্কার গ্রহন করেন । অন্য দিকে সমালোচকদের ভোটে কে সেরা অভিনেতা হবেন তা যেন জানাই ছিল ।
তিনি আর কেউ নন অমিতাভ বাচ্চন । এইসব পুরস্কার যেন ডাল ভাত হয়ে গেছে অমিতাভ বাচ্চন এর কাছে । পুরস্কার যেন নিজে পুরস্কিত হয় অমিতাভ বাচ্চনের হাতে উঠে । তাই বাড়ি ফিরে পুরস্কারের একটা ছবি ও পোস্ট করেন নি সামাজিক যোগাযোগ মাধ্যমে । একটি সিনেমায় কৃপণ লোভী বুড়োর চরিত্র তাকে এনে দিয়েছে এই পুরস্কার ।