বাংলাদেশের নৌপথ ও বিমানবন্দর ব্যবহারে আগ্রহী নেপাল । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী এ প্রস্তাব দিলে নীতিগতভাবে রাজি হয়েছে বাংলাদেশ । পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ভুটান নেপাল ভারত চার দেশের জন্য বিবিআইএন দ্রুত কার্যকর করতে একমত হয়েছেন দুই দেশের শীর্ষ নেতা । আপাতত তিন দেশ মিলে এটি কার্যকর করার কথা ভাবছেন নীতিনির্ধারকরা । প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন নেপালের কোন রাষ্ট্রপতি ।
এই সফরে চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক চারটি প্রকল্প । পররাষ্ট্র মন্ত্রী জানান বাংলাদেশ কে এই অঞ্চলের বিনিয়োগ এর কেন্দ্র পড়তে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেজন্য নেপালের সাথে অগ্রাধিকার মূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ । এ সময় আলোচনা আসে বিবিআইএন এর ভবিষ্যৎ । আঞ্চলিক এই মোটরযান নেটওয়ার্ক দ্রুত কার্যকর করতে চায় ঢাকা নয়াদিল্লি ও কাঠমুন্ডু ।
নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে আগে সমঝোতা নিয়ে কথা হয়েছে এবারের সফরে । কেননা নেপাল জলবিদ্যুৎ দিবে বলে আশা দিয়েছি অনেক আগে কিন্তু এখন পর্যন্ত চলে বিদ্যুতের কোন দেখা মিলেনি সেইজন্য এই সভায় আবার এই কথা তুলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী । পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে নেপালের রাষ্ট্রপতি বলেন খুব শীঘ্রই ওই চুক্তি বাস্তবায়ন করা হবে ।
এদিকে ঢাকা নয়াদিল্লি কাঠমুন্ডু এর মধ্যকার সমঝোতা চুক্তি হবে সেটি নিয়ে আশাবাদী নেপালের রাষ্ট্রপতি । এই চুক্তি হয়ে গেলে 34 দেশের বাণিজ্য বাড়বে বাড়বে । তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি । এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি এই চুক্তি বাস্তবায়ন করা হবে বলে ।