বান্দরবানে প্রতিবছরই বাড়ছে পর্যটক । কিন্তু নিরাপত্তা আর আবাসন সংকটের কারণে পর্যটন সম্ভাবনার পুরো টা কাজে লাগানো যাচ্ছে না । এই সংকট পূরণে বান্দরবানে নীলগিরিতে হচ্ছে 5 তারকা হোটেল । যদিও পাহাড়ি দুটি সংগঠনসহ কেউ কেউ এর বিরোধিতা করছেন । চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের তালিকায় সবচেয়ে জনপ্রিয় বান্দরবান । প্রকৃতি যেন তার আপন হাতে সাজি পাহাড়ি এই জনপদকে ।
মেঘ-পাহাড়ের এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর বান্দরবান ভ্রমণ করে অন্তত 15 লাখ পর্যটক । যাদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার পর্যটকই বিদেশি । পর্যটন কেন্দ্রকে ঘিরে এখন ক্ষুদ্রনীগোষ্ঠী মানুষের কর্মসংস্থান । কেউ জড়িয়েছেন হোটেল ডাক্তার এ কিউ পর্যটকদের কাছে বিক্রি করেন নিজেদের উৎপাদিত ফল ।
কিন্তু পর্যটকদের আবাসন সংকট এখানে বড় বড় সমস্যা । সেই সংকট কাটাতে নীলগিরির শংকর পাহাড়ে নির্মাণ করা হবে পাঁচ তারকা হোটেল । রিসোর্ট এর জন্য জেলা পরিষদ 20 একর জমি লিখে দিয়েছে । যদিও এই রিসোর্টের বিরোধিতা করছে পাহাড়ি দুটি সংগঠন । তাদের দাবি রিসোর্ট হলে বসতি হারাবে অন্তত 10 হাজার মানুষ নষ্ট হবেই জুম চাষের জমি বন্ধ হবে পানির ঝরনা ।
কিন্তু বাস্তবে জমিটিতে কোন বসতি নেই । সবচেয়ে কাছের তারা কি ওই প্রকল্পের দুই কিলোমিটার দূরে । প্রকল্পের আশেপাশে কোন ঝরনা নেই এবং জুম চাষের জন্য জমি টি ব্যবহার হচ্ছে না । স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই বলছেন তারা রিসোর্ট নির্মাণের বিপক্ষে নন কর্মসংস্থান হলেই তারা খুশি । তবে স্থানীয় সূত্রগুলো বলছে পাহাড়ের উন্নয়ন প্রকল্প হলে কর্তৃত্ব হারাবে কিছু সংগঠন সেই কারণেই তাদের এই বিরোধিতা ।