ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস । তবে এর দুঃখ প্রকাশ এর কারন যানেন না অনেকে । হতাত করে কেনই বা দুঃখ প্রকাশ করেছেন তিনি । মুলত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২৬ শে মার্চ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন এর উদ্যোগে একটি স্বাধীনতার কনসার্ট এর আয়োজন করা হয়েছিল ।
যেখানে অংশ নেয়ার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল জেমস এর । সারাদেশের মতো গাজীপুরেও করোনার প্রকোপ বেড়েছে গাজীপুরের জনসাধারণের স্বার্থে ২৬ শে মার্চ গাজীপুর রাজবাড়ি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয় । শেষ সময় এসে কনসার্ট স্থগিত করায় ভকদের কাছে ক্ষমা চেয়েছেন নগর বাউল জেমস ।
এই বিষয়ে জেমস এর মুখ্যপাত্র রবিন জানান জেমস ভাই গাজীপুরের শ্রোতা দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন । সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে যেকোন সুবিধাজনক সময়ে এই অনুষ্ঠানটি আয়োজনের কথা জানান । বর্তমানে নগর বাউলের লাইনআপে ভোকাল ও গিটারিস্ট হিসেবে জেমস এবং ব্যান্ড এর মুখ্য পাত্র হিসেবে রবিন ছাড়াও ড্রামে আছেন আফসান এলাহী গিটারিস্ট সুলতান রায়হান খান বেস্ট গিটারে তালুকদার সাব্বির এবং কি বোর্ড এ কাকন চক্রবর্তী ।
তারা খুব আশা নিয়ে ছিলেন যে গাজীপুরের মানুষকে স্বাধীনতা দিবসে কিছু ভালো গান উপহার দিবেন । কিন্তু তা পারায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাফ চেয়েছেন গাজীপুরের ভক্তদের কাছে । ভক্তরা তার জন্য রাজবাড়ি মাঠে বিশাল ফেস্টুন ও বানিয়েছেন বলে জানা গিয়েছে । সেটি দেখার ও আক্ষেপ করেছেন এই তারকা । তবে করোনার পর খুব তাড়াতাড়ি গাজীপুরে আসবেন বলে জানিয়েছেন তিনি ।