ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ । এই জন্য প্রয়োজনীয় সব রাজ্যের সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । রোববার সচিবালয়ে ঢাকা সফররত মিজোরামের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান । বৈঠকে সাজেক সীমান্তে শীঘ্রই একটি বর্ডার হাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ । ভারতের উত্তর প্রান্তে সাতটি রাজ্য পরিচিত সেভেন সিস্টার্স নামে ।
যাদের সঙ্গে প্রায় এক হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের । জীবনযাত্রা মিল থাকায় সেখানকার ত্রিপুরা আসাম কিংবা মনিপুরের সঙ্গে ব্যবসার ও সুযোগ অনেক । কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের সঙ্গে তার প্রায় দুই-তৃতীয়াংশ হয় পশ্চিমবঙ্গে । যদিও বাংলাদেশের আগ্রহ বেশি উত্তরপূর্বে । ঢাকা সফররত মিজোরামের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তেমনি ইঙ্গিত মিলল । বৈঠকে জানানো হয় মিজোরামের সঙ্গে বাংলাদেশের 319 কিলোমিটারের সীমান্ত রয়েছে ।
এর চারটি স্থানে চারটি পৃথক বর্ডার হাট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে মিজোরামের পক্ষ থেকে । এরমধ্যে সাজেক সীমান্তে একটি হাট অচিরেই চালু করা সম্ভব বলে মনে করেন পক্ষ । সেই সঙ্গে সামনের দিনে সীমান্ত এলাকার অবকাঠামো উন্নয়নের কথা জানিয়েছে বাংলাদেশ । ভারতের প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের সীমান্ত এলাকায় নতুন তিনটি বর্ডার উদ্বোধনের কথা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে ।
এই বর্ডার গুলি উদ্বোধন হলে খুব সহজেই বাংলাদেশ ও ভারতের উত্তরবঙ্গের ব্যবসা বাড়বে এর ফলে দুই দেশ উপকৃত হবে । এই বর্ডার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন ও রাজস্ব বাড়বে । মুক্ত বাণিজ্য চুক্তি করতে বাংলাদেশ ও উত্তর বঙ্গের বাণিজ্যমন্ত্রী অনেক আগ্রহ প্রকাশ করেছে ।