রাজধানীর ১/৩ এলাকায় নেই গ্যাস ভোগান্তিতে বাসিন্দারা

সাভারের আমিনবাজারে গ্যাস লাইন কাটা পড়ায় মিরপুর ধানমন্ডিসহ রাজধানীর প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে । এটা ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকায় থাকা বাসিন্দারা । আমিনবাজারে ক্ষতি পূর্ণ ব্রিজ এর আরেকটি ব্রিজ নির্মাণের সময় পাইলিং করার সময় গ্যাস লাইনে কাটা পড়ে । রাতের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ । রাজধানীর এক তৃতীয়াংশ এলাকা জুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দেয় ।

মিরপুরে কিছু এলাকা লালমাটিয়া মহাম্মদপুর ধানমন্ডি হাজারীবাগ কলাপাতার সহ আশেপাশের এলাকার মানুষজন চরম ভোগান্তিতে । সরবরাহে বিঘ্ন ঘটায় বাসা বাড়িতে না একটা চুলা জ্বালাতে পাচ্ছেন না । তিতাস গ্যাস কোম্পানি জানায় ঢাকার আমিনবাজারে ক্ষতিগ্রস্তদের সালেপুর ব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণের জন্য পাইলিং এর কাজ করছিল সড়ক ও জনপথ বিভাগ ।

সোমবার বিকেলে মাটির অনেক গভীরে থাকা ১৬ ইঞ্চির একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাস পাইপ লাইন কেটে ফেলে তারা । এরপর থেকে রাজধানীতে গ্যাস সরবরাহে বিপর্যয়ের দেখা দেয় । ভোগান্তিতে পড়েন যানবাহনগুলোর চালকরা । ভিভিআইপি চলাচলের কারণে আজ দুপুর 12 টার পর মেরামতের কাজ শুরু করা যায়নি দুপুর একটার পর আরেকটি সেতুর সংস্কার কাজ শুরু হয় ।

সমন্বয়ের অভাব এর জন্য মাঝেমধ্যেই গ্যাস লাইন কাটা পড়ে বলে জানালেন সংশ্লিষ্টরা । তাই তারা পরামর্শ দিয়েছেন যদি হঠাৎ এর সমস্যার সম্মুখীন না করতে চান তাহলে সমন্বয় ভাবে কাজ করতে তাহলে একটি গাছ নির্ভর করা লাগবে না বা কোন একটি দপ্তরকে ভোগান্তি পোহাতে হবে না ।  সড়ক ও জনপথ এর মনে হয় তাদের রাস্তা নষ্ট করে এই সমস্যাগুলো তাদের মনে থাকতো ।

Verification Code : ( 11199P )

About digitalbangla24

Check Also

রোহিঙ্গারা জড়াচ্ছে নানা অপরাধমূলক কর্মকান্ডে

ভয়াবহ অগ্নিকান্ডের কারনে প্রান বাচাতে ঝুপড়ি ঘড় ছাড়ে কক্সবাজারের উখিয়ার বালুখালি আশ্রয় শিবিরের হাজার হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.