সাকিবের বায়োপিক, কে হচ্ছে সাকিব-শিশির

নির্মাণ হতে যাচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক । সাকিবে বায়োপিকের খবর প্রকাশে আসতেই নতুন আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায় । কে থাকছেন সাকিব শিশির চরিত্রে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা । এরই মধ্যে নেটিজেনরা সাকিবের স্ত্রীর চরিত্রে এগিয়ে রাখছেন মেহজাবীন চৌধুরীকে । কারন হিসেবে অনেকেই বলছেন মেহজাবীন এর সঙ্গে শিশিরের চেহারায় অনেকটাই মিল রয়েছে ।

আর সাথে তিনি দুর্দান্ত অভিনেত্রী । অন্য দিকে সাকিব আল হাসানের চরিত্রে দুইজনের নাম শোনা যাচ্ছে । একজন ইয়াশ ও আরেকজন চিত্র নায়ক জিয়াউল রোশান । ইয়াশের চেয়ে রোশানকে এগিয়ে রাখছেন নেটিজেনরা কারন রোশান নিজেও ক্রিকেট বেশ ভাকলো খেলেন । এদিকে বসাকিব আল হাসানের বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোন তথ্য দেয় নি সাকিব আল হাসান । শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন সেটি জানতে অপেক্ষা করতে হবে আরো অনেক দিন ।

এর আগে বাংলাদেশের কোন ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হয় নি । ফলে সাকিবের বায়পিকের ঘোষণা আসতেই তা টপ অব দ্যা টাউনে পরিনত হয়েছে । ওদিকে কপিল দেব মদেন্দ্র দিং ধনী শচীন টেন্ডুল্কার আঝার উদ্দিন সহ এওনেক কিংবদন্তী ক্রিকেটার এর জীবনী উথে এসেছে বড় পর্দায় । সেই গুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছিলো মাহেন্দ্রো সিং ধনীর বায়োপিক ।

কেননা তার জীবনের কাহীনি ছিল বেশ রোমাঞ্চকর আর বেশ মজাদার যা সবার মন ছুয়ে গেছে । আশা করা যাচ্ছে বাংলাদেশের সাকিব আলা হাসানের বায়োপিক ও খুব হিট হবে । আর এটি দেশের প্রথম কোন ক্রিকেটার এর বায়োপিক তাই সবার আগ্রহ অনেক বেশি ।

Verification Code : ( 11199P )

Check Also

আইপিএল খেলতে কলকাতা গেলেন সাকিব আল হাসান

রীতিমতো বোমা ফাটিয়েছিলেন সাকিব আল হাসান । যার প্রতিক্রিয়া ছিল বাংলাদেশেও বিসিবি সভাপতির বাসভবনে বোর্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.