নানা বিতর্ককে পিছনে ফেলে ফের সেরা অভিনেত্রী এর স্বীকৃতি অর্জন করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা । ভারতে প্রদান করা হলো জাতীয় চলচিত্র পুরস্কার । ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা গুলোকে পুরস্কিত করা হয়েছে । আর সেই পুরস্কার প্রদানের অনুষ্ঠানে অভিনেত্রী কঙ্গনা তার করা সেরা দুটি ছবির জন্য সেরা অভিনেত্রী এর পুরস্কার জিতে নিয়েছেন । এর আগেও তিনি এই স্বীকৃতি পেয়েছেন ।
এছাড়াও সেরা চিত্র নাট্য এর জন্য নির্বাচিত হয়েছে কৌশিক বঙ্গপাদ্ধায় এর ছবি জোস্থো পুত্র । এই ছবির আবহ সংগীত এর সেরা হয়েছেন প্রবুদ্ধ । যুগ্ন ভাবে সেরা চিত্র নাট্য এর জন্য পুরস্কার পেয়েছেন সৃজিত মুখারজি । আরো এক বাঙ্গালির হাতে উঠেছে জাতীয় পুরস্কার । ৬৭ তম আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মনোজ । তিনি স্বীকৃতি পেয়েছেন ভষলে ছবির জন্য ।
যুগ্ন ভাবে রাউডী সিনেমার জন্য সেরা সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ধানুশ । সেরা সিনেমা নির্বাচিত হলো সুশান্ত সিং রাজপুতের ছিচোরে সিনেমা । কিন্তু এখন আমাদের মাঝে সুশান্ত সিং রাজপুত আর নেই । তিনি চলে গেছেন আমাদের ছেরে না ফেরার দেশে । মালায়ালাম্ ছবির সেরা ছবি নির্বাচিত হয়েছে সিংঘাম ৩ । সেরা ছোটদের ছবি নির্বাচিত হয়েছে কস্তুরি ।
এইবার এমন কিছু তারকা সেরার তালিকায় চলে এসেছেন যারা এখন এই দুনিয়াতেই নেই । আর এমন কিছু তারকা সেরা হয়েছেন যারা সারা বছরই প্রায় নানান সমালোচনার শিকার হয়ে থাকনে । কিন্তু তাদের অভিনয় দক্ষতা এতোই ভাল যে সব কিছু আড়াল হয়ে যায় ।