২০ বছর পর “রেহেনা হ্যা তেরে দিল মে” মুভির সিক্যুয়াল

২১ দশকে বলিউড পারায় ভালোবাসা নিয়ে যতগুলো সিনেমা তৈরি হয়েছে তার মধ্যে এক কাল জয়ী সিনেমা রেহেনা হ্যা তেরে দিল মে । ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমার গল্প এখন ও সবার স্মরণে । তার গান গুলো প্রতিনিয়তই নতুন নতুন শিল্পী কাভার করে আসছে । তিন জনের ত্রিভুজ প্রেমের এই রোমাঞ্চকর সিনেমা সেই ২০ বছর আগে সাড়া জাগিয়েছিল বক্স অফিসে ।

দুই দশক পর এই সিনেমার সিকুয়্যাল নিয়ে অভিনেতা ও প্রযোজক জেকি আলোচনায় । এতোদিন পর এই সিনেমার সিকুয়াল করতে চান নির্মাতারা । নতুন এই প্রজন্মে নতুন এক আঙ্গিকে প্রথমে পুরোনো অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন তারা । কিন্তু পরে সিদ্ধান্ত নিল নতুন প্রজন্মের নতুনদের নিয়েই কাজ করবে টিম ।

আলাপ আলোচনার এক পর্যায়ে শেষ খবর পাওয়া পর্যন্ত রেহেনা হ্যা তেরে দিল মে সিনেমার নায়িকা হিসেবে নেয়া হয়েছে কৃতি কে । আর বাকী দুইজন নায়কের চরিত্রের মধ্যে প্রধান নায়ক ভিকি কে । বলিউড পারায় এই নিয়ে আলোচনা সমালোচনা চলছেই । যদিও সাইফ আলী খানের চরিত্রে কে অভিনয় করবে সেটা এখনো নির্ধারণ করা হয় নি ।

তবে সব কিছু ঠিকঠাক থাকলে কৃতি আর ভিকি কে দেখা যাবে এই সিনেমায় । এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমার সিকুয়্যালে কিছুটা পরিবর্তন ও আসতে পারে । এদিকে দ্বিতীয় নায়কের সন্ধানে আছেন প্রযোজক । এটা ঠিকঠাক হলেই শুরু হবে সিনেমার শুটিং । এবার সিনেমাটির পরিচালনায় আছেন রাভি উদায়গার । এই সিনেমার গান গুলোর পরের সিলুয়্যালে গান গুলো কেমন হবে সেই বিষয়ে দর্শক মুখিয়ে আছেন ।

Verification Code : ( N8H9M )

About digitalbangla24

Check Also

ফেরদৌসের ভিসা বাতিল ও কালো তালিকা ভুক্তকরন

ঘটনার শুরু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে । বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করে ভারতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.