২৬ শে মার্চ মুক্তি পেল সায়না হতাশ দর্শক

একজন জনপ্রিয় খেলোয়াড় মানেই কিন্তু একজন জনপ্রিয় তারকাও । জার্সি পরে মাঠে নামার সাথে সাথেই তার হার জিত আনন্দ ব্যারথতা সবটার সাথেই জড়িয়ে থাকে অনেকের অনেক অনুভূতি । খেলা দিয়ে তখন সেই ক্রিড়াবিদ নিজের বা তার পরিবারের সপ্ন পুরন করে না লাখ লাখ মানুষের আশা আকাঙ্ক্ষার দায় ভার ও থাকে তারই কাঁধে ।

একজন খেলোয়াড় তার খেলা দিয়ে বিশ্ব এর কাছে নিজের দেশের অস্তিত্তের জানান দেয় । সুতরাং এক একজন খেলোয়াড় দেশের বড় সম্পদ । যুগে যুগে এমনই কিছু খেলোয়াড় মানুষের মনে স্থান করে নিয়েছে তাদের ব্যাক্তিত ও অসাধারন কর্মযজ্ঞ দিয়ে । ঠিক এমনই একজন খেলোয়াড় হলেন সায়না নেহওয়াল ।

খেলায় যে তার কত অবদান তা ব্যাট্মিন্টন প্রেমীদের কিন্তু অজানা নয় । সম্পতি তাকে নিয়ে সায়না নামে মুক্তি পেয়েছে তার বায়োপিক নিয়ে একটি সিনেমা । বায়োপিক মানেই জীবনের নানা বিষয়ে আলো ফেলে দেখানোর চেষ্টা করা হবে । সেখানে সফলতা যেমন থাকবে ব্যারথতার ও গল্প থাকবে । দর্শকরা জানতে চাইবে কত চড়াই উতরাই পেরিয়ে তার জীবনের সাফল্লের গল্পটাই ।

কিন্তু পারিনেতি চোপড়া অভিনিত সায়না নেহওয়াল এর বায়োপিকে পরিচালক দর্শককে কি সায়নার সেই অজানা গল্প গুলোকে দেখাতে পেরেছে । জীবনী হবে তথ্য নির্ভর সেখানে গতানুগনিক বিষয় গুলোকে প্রাধান্য দিতেই হবে এছাড়াও মুল সম্মানের জায়গা গুলো ও কিন্তু ভোলা যাবে না । তাছাড়া বায়োপিকে থেকে যাবে একটা অপূর্ণতা ।

ব্যাডমিন্টন খেলা শুরু করতে যেয়ে চ্যাম্পিয়ন লেভেলে আসা পর্যন্ত অনেক টানা পোড়নের গল্পই সায়না সিনেমায় উঠে আসে । কিন্তু উঠে আসেনি সায়নার জীবনের কিছু গুরুত্ত পূর্ণ ব্যাক্তিত্তের কথা । তাই সায়না জানিয়েছেন অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে দর্শক এর । পারিনেতি এর সাথে কাজ করার আগে অমল গুপ্ত কাজ করতে চেয়েছিল শ্রদ্ধা কাপুর এর সাথে । তবে এর পরে যখন সিদ্ধান্ত হলো তখন পারিনেতি ঠিক কতটা সায়না হয়ে উঠতে পারলেন তা নিয়েও আগ্রহ ছিল দর্শক মনে ।

Verification Code : ( 000*99P )

About digitalbangla24

Check Also

আইপিএল খেলতে কলকাতা গেলেন সাকিব আল হাসান

রীতিমতো বোমা ফাটিয়েছিলেন সাকিব আল হাসান । যার প্রতিক্রিয়া ছিল বাংলাদেশেও বিসিবি সভাপতির বাসভবনে বোর্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.