মানুষগুলো কিছু বললে বা ভাবলেই কী আসে যায়

শামীম আহমেদ রনী:
মাঝে মাঝেই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। কে আমি, কি করছি। ঠিক করছি নাকি ভুল … কি করার কথা ছিল আমার… কিইবা করছি … হিসেব মিলাই। যুদ্ধ করি মনের সাথে, নিজের সাথে … বদলাতে চাই কখনো কখনো … অগোছালো আমিটাকে গুছিয়ে নিতে চাই… খুব কাছের কেউ মনের দরজার আড়ালে এসে তখন ফিসফিসিয়ে বলে, তুমি অগোছালোই থাকো প্লিজ… এটাই তুমি… গোছালে আর তুমি থাকবা না…
আমিও আমার সেই আমিটার কথাই নির্দ্বিধায় মেনে নেই… ভাবতে থাকি নতুন করে… নিজেকে নিয়ে কিংবা সম্পর্ক নিয়ে… পারসোনাল আর প্রফেশনাল এই দুই সত্তার দ্বৈরথ চলে… হুট করেই মাথায় ঘুণপোকা আসে… অনবরত বলতে থাকে এই জটিল অংকের প্রফেশনালিজম লাইফটাকে ছেড়ে ছুড়ে খুব দূরে কোথাও পালিয়ে যা… সমাজ, সংসার এর মানুষগুলো তখন কিছু বললে বা ভাবলেই বা কী আসে যায়…
হতে পারে সেটা দূর পাহাড়ের উপর কোন একটু খালি জায়গা… হয়তো মাঝে মাঝে ইচ্ছে করলেই মেঘও ছুঁয়ে দেখা যায়… আমি আর আমার তুমিটা মিলেই না হয় একটা চালা ঘর বানিয়ে নিলাম… আপাতত না হয় আমার বুকটাকেই তুমি বালিশ বানিয়ে নিলে… খুব বৃষ্টি নেমে এলে চালা গড়িয়ে পানি যদি পড়েই, না হয় ধরেই নিলাম চালা ঘরেই আমরা শাওয়ার নিচ্ছি শহুরে স্বাদে…
আমি না হয় ভাতটা একটু পুড়িয়েই ফেলবো… তাতে কি? তুমি জংলা শাকটা ভেজে ওই পোড়া ভাতটা মুখে নিয়েই অমৃত বলে চালিয়ে দিতে পারবে না? … ভাবতে ভাবতে একসময় মেঘ ডেকে উঠে… চমকে আমি বাস্তবতায় ফিরে আসি… যেখানে আমার আমিকে পা ফেলতে হয় খুব ভেবে… পাছে কেউ কিছু বলে…
একটু আগেই যে স্বপ্নজালে বিভোর ছিলাম আমি, সেখান থেকে আমি আবার ফিরে যাই আমার আইডেন্টিটি ক্রাইসিসে… কে আমি? কি করছি… তোমার জন্যই বা কি করতে পারলাম… ছোট হই, ভাববার প্রতিটি সেকেন্ডে… আরো ছোট … আরো … ততক্ষণে সিগারেটের ধোয়াঁতে সাদা হয়ে গেছে আমাদের ছোট্ট রুমটা… আবার সাদা মেঘের ভেলা দেখি … তুমি, আমি … স্বপ্ন…
(ফেসবুক থেকে সংগৃহীত)