আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বিকল্পধারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিকল্পধারার নেতারা।
আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে বিকল্পধারার পক্ষে দলটির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত রয়েছেন।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরো উপস্থিত আছেন দলটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, জকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।