টেকনাফে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় জিয়াউর রহমান জিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিয়া টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মো. ইসলামের ছেলে।
জানা গেছে, আজ রবিবার ভোরে ওই এলাকায় ইয়াবা খালাস নিয়ে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় একজন উদ্ধার করে পুলিশ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩টি দেশিয় তৈরি অস্ত্র ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবি এমএস দোহা জানান, লাশটি পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।