কার্তিক ফিরিয়ে দিয়েছেন ৯০ কোটি টাকা

শুরুটা ছিল একদম সাদামাটা ভাবেই কষ্টটাও ছিল অন্যদের থেকে বেশি । আউট সাইডার বলে কথা বলছি এসময়ের অন্যতম জনপ্রিয় বলিউড তারকা কার্তিক আরিয়ান এর কথা । এই বলিউড নায়কের চাহিদা এখন খোদ তুঙ্গে । নারী ভক্তদের সবচেয়ে প্রিয় তিনি । বলিউডের নামকরা নির্মাতারা তাকে নিয়ে ছবি করতে আগ্রহী ।

মাত্র ১০ দিনে ধামাকা ছবির শুটিং শেষ করে ইন্ডাস্ট্রি তে রীতিমতো ধামাকা ফেলে দিয়েছেন তিনি । আর এর জন্য ২০ কোটি রুপি পারশ্রমিক নিয়েছেন কার্তিক আরিয়ান । এই খবর বলিঊদে রীতিমতো সাড়া ফেলেছিল । তবে এই মুহূর্তে আলোচনায় তিনি অন্য কারনে । তিনটি বিগ বাজেটের সিনেমা ফিরিয়ে দিয়ে আবারো খবরের শিরোনামে কার্তিক ।

নতুন কয়েকটি প্রকল্প হাত ছাড়া হয়ে গেল তার । কার্তিক প্রায় সময়ই নানা ভাবে খবরে উঠে আসেন । কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে খবরে উঠে এসেছিলেন তিনি । তার আগেই ল্যাক মি ফ্যাশন শো এর এক রাতে র‍্যাম্পে হেটে ঝড় তুলেছিলেন এই তারকা । নামকরা ডিজাইনার মনিষ মালহোত্রা এর ডিজাইন করা পোশাক পড়ে হেটেছিলেন কার্তিক ।

এই রাতে তার সাথে র‍্যাম্পে হেটেছেন কিয়ারা আদ্ভানি । যে তিনটি বিগ বাজেটের সিনেমা ছেড়ে আবারো খবরের শিরোনাম হয়েছেন কার্তিক সেগুলো সময়ের অভাবে ফিরিয়ে দেন নি । জানা গেছে কার্তিক এর এই তিনটি ছবির চিত্র নাট্য মনে ধরেনি । তাই ছবি গুলো ফিরিয়ে দিয়েছেন তিনি । আর তার জন্য নব্বই কোটির প্রকল্প কার্তিকের হাত ছাড়া হয়ে গেল ।

কার্তিককে শেষ বার দেখা গেছে ইমতিয়াজ আলী পরিচালিত লাভ আজকাল ছবিতে । ছবিটি বক্স অফিসে সফলতা না পেলেও তার অভিনয়ের জন্য তার বাজার দর আরো বেরে গেছে । ক্যারিয়ারের রপ্তহম ছবি পেয়ার কা পাছনামা এর জন্য ১ কোটি ২৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি । আর এখন একটি ছবির জন্য ২০ কোটি রুপির দর তার ।

এই প্রজন্মের নায়কদের তুলনায় এই পারিশ্রমিক অনেকটাই বেশি । আর নির্মাতারাও হাসি মুখে কার্তিককে এই পারিশ্রমিক দিতে প্রস্তুত । সোনু কে টিটূ কে সুইটি ছবিটি রাতারাতি তাকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল । ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি থেকে ১০৮ কোটি রুপি আয় করেছিল নির্মাতারা । এই ছবিটি বক্স অফিসের হিসেবে হিট । কার্তিক আরিয়ানের হাতে এখন একাধিক ছবি ।

Verification Code : ( N8H9M )

Check Also

শিল্পীদের সংসারে মন বসে না ডিজে সোনিকা

শোবিজে নারীর পদচারনা মানেই যেন কটুক্তি । সেই সব প্রশ্নের করা জবাব দিয়েছেন বাংলাদেশের প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.