জনসনের টিকায় আগ্রহ বাড়ছে ইউরোপীয় ইউনিয়নের

জনসন এন্ড জনসন এর টিকা পেতে উঠে-পড়ে লেগেছে ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশ । একটি মাত্র ডোজ আর দামে সাশ্রয়ী হওয়ায় বাড়ির ছুটছে এই টিকার পেছনে । অক্সফোর্ডে এরটিগা এর নানামুখী প্রতিক্রিয়ায় জনসন এর টিকা পেতে চাইছে অনেকেই । পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের মধ্যে ৩০০ কোটি ডোজ টিকা তৈরীর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি । বিশ্বজুড়ে করোনা সংক্রমনের বছর পার হয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি এই ভাইরাসটি ।

এরইমধ্যে সারাবিশ্বে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ কোটির বেশি মানুষ । আর এই ভাইরাসের ফলে মৃতের সংখ্যা প্রায় ২৭ লাখ । তবে সংক্রমণ শুরুর পর থেকেই নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন তৈরিতে উঠেপড়ে লাগে অনেক দেশ । বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সর্বপ্রথম স্বীকৃতি পায় ফায়জার এবং বায়োএনটেকের তৈরি টিকাটি । তবে এই টিকার ২ ডোজের মূল্য ৩৯ ডলার । এমন চড়া দামের কারণে অনেক অনুন্নত এবং উন্নয়নশীল দেশ ভ্যাকসিনটি নিতে পারেনি ।

তবে কার্যকারিতা বেশি হয় প্রায় ৭১ টি দেশ এর মধ্যে এই টিকা নিয়েছে । এরপর অনুমোদন মিলে অক্সফোর্ড এর তৈরি করা ভ্যাকসিনটি । অন্য টিকা গুলোর চেয়ে দামে সাশ্রয়ী হওয়ায় বিশ্বের অনেক অনুন্নত ও উন্নয়নশীল দেশ সহ মোট ৭০ টি দেশ এরই মধ্যে এই টিকা ব্যবহার করছে । তবে সম্প্রতি টিকাটি প্রয়োগে ইতালিতে অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় ৮ জনের প্রাণহানির খবরে টিকা টির ব্যবহার স্থগিত করেছে ফ্রান্স জার্মানি ইতালি শহর ইউরোপের মোট ১৩ টি দেশ ।

তবে ২ ডোজ নির্ভর টিকাগুলো কে পিছনে ফেলে এগিয়ে আছে জনসন এন্ড জনসন এর তৈরি টিকাটি । যার ১ ডোজ প্রয়োগেই ৮৫ ভাগ কার্যকারিতা পাওয়া যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির । গেল সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পর ১০ ডলার মূল্যের এই টিকাটি পেতে উঠে-পড়ে লেগেছে অনেক দেশ । এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ব্যবহারের অনুমোদন পাওয়ায় ২০২২ সালের মধ্যে 300 কোটি ডোজ টিকা উৎপাদনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি । এখন পর্যন্ত ১০০ টি দেশের ৩৫ কোটি মানুষ টিকা নিয়েছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তাদের এয়ারলাইন্স এর জন্য জনসন এন্ড জনসন আরো ৫০ কোটি ডলার চুক্তি কর সামনের  দিনে উন্নত অনুন্নত দেশ টিকা নেওয়ার হার বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের ।

Verification Code : ( 77999P )

Check Also

কাঁচামালে কম শুল্ক চান সিরামিক উদ্যোক্তারা

আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি এই শিল্পে বিদ্যমান বৈষম্য কমানোর দাবি জানিয়েছেন সিরামিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.