করোনার সংক্রমণ থাকায় এবার প্রায় ১৫ লাখ শিক্ষার্থী কে টেস্ট পরীক্ষা ছাড়াই এসএসসি পরীক্ষা দিতে হবে । শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে ফরম পূরণের সময় নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা নিলে সেটা হবে শাস্তিযোগ্য অপরাধ । তবে এসএসসি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি । নিয়ম অনুযায়ী বাংলাদেশ টেস্ট পরীক্ষার পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করা হয় । তবে করোনায় এবার টেস্ট পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত বাংলাদেশ শিক্ষা বোর্ডের ।
রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় বসতে পারবে । সংক্রমণ ঠেকাতে শিক্ষার্থীদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলছেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব । এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় কোনো শিক্ষার্থীর বোর্ড নির্ধারিত কোটি টাকার বেশি কোন টাকা নিয়ে যাবে না । আগামী পহেলা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ।
১০ থেকে ১৪ এপ্রিল বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকছে তবে ফরম পূরণ হলেও সংক্ষিপ্ত সিলেবাস এর ক্লাস করে তবেই পরীক্ষা দিতে বসবেন শিক্ষার্থীরা । কোভিড পরিস্থিতির জন্য এসএসসি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি ৩০ শে মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা আমি এর মধ্যে সংশয় । গেল বছরের ১৭ ই মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ।
দীর্ঘ সময় শিক্ষার্থীদের পড়ালেখার অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা ঠিক ভাবে পড়ালেখা করতে না পারায় তারা এখন হীনমন্যতায় ভুগছে । দুই বছরের সিলেবাস কিভাবে সাতদিনের ক্লাস করে শেষ করবে ভেবে পাচ্ছেনা শিক্ষার্থীরা তাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন আরো বেশ কিছু দিন ক্লাস করিয়ে তারপর পরীক্ষা নেয়া ।