দেশীয় ফল না থাকায় রমযানে ভরসা আমদানি নির্ভর ফল

দেশীয় ফলের মৌসুম না থাকায় এবারের রমাজনে আমদানি নির্ভর ফলে ভরসা রাখতে হবে ভোক্তাদেরকে । বাজারে বেশি পাওয়া যাবে রসালো ফল আঙ্গুর । তবে এর মান নিয়ে শঙ্কায় ক্রেতারা । আমদানি করা ফলের বাজার সহনীয় রাখার দাবী ভোক্তাদের । চৈত্রের শেষে মুকুলে ভরা আম লিচুর বাগান । ফল পেতে অপেক্ষা আরো মাস দুয়েক এর ।

তাই এবার রমজানে নির্ভরতা আমদানি করা ফলে । সকাল থেকেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম রাজধানীর বাদামতলি পাইকারি ফলে বাজার । নিলামে কম দামে নিম্ন মানের আঙ্গুর বিক্রিতে ভুক্তভোগী অনেক পাইকারি ক্রেতা বিক্রেতারা । খুচরা বাজারে ভোক্তারা বলছেন এই ফলের সহনীয় দামের কথা । তবে রমজানে আঙ্গুর এর বাজার এমনই রাখার দাবী তাদের ।

বিশেষজ্ঞদের মতে আঙ্গুর এর পাইকারি বাজারের সাথে খুচরার সামঞ্জস্য রাখতে সরকারের পাশাপাশি ভোক্তাদের ও সচেতন হতে হবে । দেশীয় ফলে মৌসুম না থাকায় রমজানে আমদানি নির্ভর ফলে দাম ভোক্তার নাগালে রাখতে ব্যাস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিপনন অধিদপ্তর । পাইকারি বাজারের ১০০ থেকে ১৩০ টাকা প্রতি কেজির আঙ্গুর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায় ।

এখনই বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবনতা আটকানো দরকার নাহলে রমজানে টা নিয়ন্ত্রন করা সম্ভব হবে না । আর এই বছর রমজান মাস একটু আগে পরে যাওয়ায় আমাদের দেশীয় ফল এখন ও গাছে আসেনি । তাই আমাদের পুরোপুরি নির্ভর করতে হবে বাহিরে থেকে ফলের উপর । কিন্তু এই সব ফলের দাম যেন সবার হাতের নাগালে থাকে সেই জন্য মোবাইল কোর্ট বসানোর দাবী সকলের ।

Verification Code : ( N8H9M )

Check Also

কাঁচামালে কম শুল্ক চান সিরামিক উদ্যোক্তারা

আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি এই শিল্পে বিদ্যমান বৈষম্য কমানোর দাবি জানিয়েছেন সিরামিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.