ত্বক এর যত্নে দীর্ঘ দিন ধরেই প্রাকিতিক উপায়ের চাহিদা রয়েছে । ক্যামিকেল যুক্ত প্রসাধনী ত্বক উজ্জ্বলে ক্ষতি করে আমাদের অজান্তেই । হয়তো তাই প্রাকিতিক উপাদানে তৈরি স্ক্রিন ও হেয়ার কেয়ার এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে । অর্গানিক প্রসাধনী ত্বক করে উজ্জ্বল । এটি নিয়মিত ব্যবহারে দূর হয় ত্বক এর দাগ ও কালচে ভাব । এই হারবাল ক্রিম গুলো ব্যবহার করলে কোন পার্শ্বপতিক্রিয়া হয় না ।
তাই এই ক্রিম গুলর দিকে মানুষ এখন বেশি ঝুকছে । এবং সাথে ফিরে যাচ্ছে প্রাচীন পুরোনো সেই টেকনিক এ । যেভাবে আমাদের দাদী নানীরা তাদের রুপ চর্চা করত সেই মাধ্যমে । প্রকিতি থেকে আমরা যেই উপাদান গুলো পাই সেই উপাদান গুলো থেকে তৈরি করা ক্রিমের ডিমান্ট এখন সবচেয়ে বেশি লক্ষ করা যাচ্ছে ।
হারবাল স্ক্রিন কেয়ার এর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এতে কোন পিজারভেটিভ থাকে না । এজন্য দেখা যায় খুব অল্প সময়ে আমরা এটি থেকে কোন ফলাফল পাই না । কিন্তু যখন এটিকে ধৈর্য ধরে ব্যবহার করবেন আর অভ্যাসে পরিনত করবেন আপনার ক্রিন কেয়ার টা যখন আপনার তিন বেলা খাবারের অভাসের মতো হয়ে যাবে তখন দেখবেন এর ফলাফল লক্ষ করতে পারবেন ।
আর যারা এখনো হারবাল ক্রিম ব্যবহার না করে অন্যান্য ক্রিম ব্যবহার করছেন তাদের কে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ত্বকের সুরক্ষার জন্য হারবাল ক্রিমের বিকল্প নেই । কেননা ক্যামিকেল এর জন্য আমাদের ত্বকের অনেক ক্ষতি করছে । এর থেকে বেরিয়ে যেতে আমাদের অবশ্যই হারবাল ক্রিমের দিকে ঝুঁকতে হবে ।