ঘটনার শুরু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে । বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় । ফেরদৌস এর তৃণমূল কংগ্রেস এর নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন কে কারন হিসেবে দেখায় দেশটি । শুধু ভিসা বাতিলই নয় ফেরদৌস কে কালো তালিকা ভুক্ত করে ভারত । সেই সময় টলিউড অভিনেতা অংকুশ ও অভিনেত্রী পায়েল কে সঙ্গে নিয়ে মমতার পক্ষে ইসলামপুর পর্যন্ত প্রচারনায় অংশ নেন ফেরদৌস ।
সময় গড়িয়ে পশ্চিম বঙ্গে চলছে বিধান সভা নির্বাচন । মমতাকে হারাতে দেশটির প্রধান মন্ত্রী নরেদ্র মোদী বেশ কয়েকবার প্রচার চালিয়েছেন এই রাজ্যে । সম্প্রীতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকীতে বাংলাদেশ সফরে আসেন মোদী । এই সফলে মতুয়া সম্প্রদায়ের তীর্থ স্থান দর্শন করেন তিনি ।
যাতে রাজনীতির রঙ খুজছে মমতার দল কংগ্রেস । শনিবার এক সভায় ফেরদৌস এর ভিসা বাতিলের এক প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদির পাসপোর্ট বাতিলের দাবী জানান মমতা । ২৭ শে মার্চ প্রথম দফার ভোটের মধ্য দিয়ে পশ্চিম বাংলায় শুরু হয় বিধান সভা নির্বাচন যা চলবে এক মাসের ও বেশি সময় ধরে । এই নির্বাচনকে কেন্দ্র করে মমতা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্রো মোদীর লড়াই ।
সার্বিক দিক বিবেচনায় বলাই যায় এই ভোটে মমতার দল তৃণমূল কংগ্রেসই বিজয়ী হবেন । কিন্তু এদিকে ভারতের মাতুয়া সম্প্রদায় অনেক আসন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন তাই এখন ঠিক বলা করে কিছুই বলা যাচ্ছে না । হটাত করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন এবং মাতুয়া সম্প্রদায় এর পাশে দাঁড়ানো পুরোটাই রাজনৈতিক বলে জানান মমতা ।